রাতারাতি তিনি ভাইরাল। কারণ? দিল্লিতে ভরা মেট্রোয় উঠেছিলেন ব্রা আর মিনি স্কার্ট পরে। তার পোশাক নিয়ে দেশজুড়ে হইচই। তিনি নিজে কী বলছেন, শোনা যাক।
রিদম চানানা, বয়স ১৯। নিজের ইচ্ছে মতো পোশাক পরেন। তার জন্য আত্মীয় পরিজনদের সঙ্গেও লড়াই করতে হয়েছে। তবে রাতারতি ভাইরাল হওয়ার জন্য কিছু করেননি রিদম।
মেট্রোর ভিডিও ভাইরাল হতেই রিদমের সঙ্গে নেটিজেনরা তুলনা টানছিলেন উরফি জাভেদের। রিদম অবশ্য উরফিকে নকল করেননা, নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিজেই বানান।
মেট্রোয় এমন পোশাক পরে ওঠা নিয়ে আক্ষেপ নেই রিদমের। বরং মনে করছেন, যারা ভিডিও করছিল, আইন তো তাঁরা ভেঙেছেন।