‘ভিখারি’ (Beggar) শব্দটি শুনে প্রথমেই সেই ব্যক্তির কথা মনে হয়, যিনি অজস্র ভিক্ষা নেওয়া খুচরো (Begging) নিয়ে বসে আছেন। ‘আর কোথাও পাওয়া না গেলেও, ভিখারির কাছে খুচরো পাবেই’ এমন লব্জও বিলক্ষণ চালু রয়েছে আমাদের নাগরিক জীবনে। কিন্তু, এবার, ‘ভিখারি’ সম্বন্ধে চিরাচরিত ধারণাটিকেই যেন বদলে দিলেন বিহারের রাজু প্যাটেল (Raju Patel)। অনেকের মতে, তিনি দেশের প্রথম ‘ডিজিটাল ভিখারি’ (Digital beggar)!
আরও পড়ুন: বিদেশি ড্রোনের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত
সংবাদসংস্থা ANI জানিয়েছে, ভিক্ষা করার (Begging) চেনা প্রথাটিকে ভেঙে তিনি ফোনপে-র মাধ্যমে ভিক্ষা নেওয়া শুরু করেছেন। QR কোডের মাধ্যমে ভিক্ষা নেওয়ার রাজু প্যাটেল (Raju Patel- Digital beggar) ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল'।
বিহারের বেতিয়া স্টেশনেই মূলত দেখা যায় এই ডিজিটাল ভিখারিকে (Digital beggar)। তিনিও প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘ডিজিটাল ইন্ডিয়া’র (Digtal India) একটি অংশ, যেখানে অসহায়তার শেষ সীমায় পৌঁছেও ‘ডিজিটাল দুনিয়া’র হাতছানি কেউ ত্যাগ করতে পারেন না। এমনটাই মতামত কয়েকজন টুইটার (Twitter) ব্যবহারকারীর।