ধরা যাক, আপনি আচমকা একটা ফোন পেলেন। ফোন ধরতেই শুনলেন আপনার সন্তান বা অভিভাবক বা কোনও আত্মীয়-বন্ধুদের মধ্যে কেউ একজন ফোন করে সাহায্য প্রার্থনা করছেন। অর্থ সাহায্য। আপনি স্বাভাবিকভাবেই ন্যূনতম 'মানবিক পদক্ষেপ হিসেবেই সেই প্রস্তাবে সাড়া দেবেন। জানেন, এটা আসলে একটি বড় ফাঁদও হতে পারে আপনার জন্য? হতে পারে একটি স্ক্যাম? হয়তো আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট পরিচিত'র ভয়েজ ক্লোনিং করে আপনাকে ফোনটি করা হয়েছে!
এমন 'অদ্ভুত' অপরাধের কথা শুনেছেন নিশ্চয়ই আগে? কিন্তু সেক্ষেত্রে আপনার করণীয় কী?
প্রথমত, ফোনে শোনা কণ্ঠস্বরকে সবদিক বিবেচনা না করে বিশ্বাস করবেন না। বরং, আপনার কোনও পরিচিত'র কাছ থেকে অচেনা নম্বর থেকে এই প্রস্তাব এলে, আগে পরিচিত ব্যক্তির চেনা ফোন নম্বরে ফোন করে জেনে নিন, আদতে এই ঘটনা সত্যি কি না।
দ্বিতীয়ত, স্ক্যামাররা সাধারণ এটিএম কার্ডের আইডি বা পিন নম্বর চাইতে পারে আপনার থেকে। তেমনটা হলে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান।
আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের এই যুগে জালিয়াতরাও ক্রমশ আরও ধুরন্ধর হয়ে উঠেছে। ঠকানোর আরও নিত্যনতুন উপায় বের করছে তারা। এমনকি, চেনা মানুষের কণ্ঠস্বরকেও বিশ্বাস করার আর যো নেই!