শিশু দিবসের সকাল থেকেই গুগল খুললেই দেখা যাচ্ছে এক ছবি। সেই ছবি এঁকেছে কলকাতার ছেলে শ্লোক মুখোপাধ্যায়। ‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতায় প্রথম হয়ে গুগলের কাছ থেকে ৫ লক্ষ টাকা পুরস্কার পেল শ্লোক।
দেশের ১০০টিরও বেশি শহর থেকে প্রায় এক লক্ষ পনেরো হাজার ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, সকলেই প্রথম থেকে দশম শ্রেণির পড়ুয়া। সেরা কুড়ি জন প্রতিযোগীকে দিল্লিতে সম্মানিত করা হয়েছিল। ১৪ নভেম্বর রাত বারোটার পর গুগলের তরফে ঘোষণা করা হয় ‘সেরার সেরা’-র নাম। জানা গেল সেরার সেরা হয়েছেন কলকাতার শ্লোক।
শ্লোক নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। কাকার কাছেই আঁকার হাতেখড়ি তার। এই বছরের প্রতিযোগিতার বিষয় ছিল ২৫ বছর পরের ভারত। শ্লোকের ভাবনাই সেরা নির্বাচিত হয়েছে প্রতিযোগিতায়
আগামী ২৫ বছরে, ভারতের বিজ্ঞানীরা মানবসভ্যতার উন্নতির জন্য পরিবেশবান্ধব রোবট তৈরি করবেন। ভারতেরমহাকাশচারীরা নিয়মিত আন্তঃজাগতিক ভ্রমণ করবেন। যোগ এবং আয়ুর্বেদ শাস্ত্রেও উন্নতির শিখরে উঠবে ভারত, ২৫ বছর পরের দেশকে এমন ভাবেই ভেবেছে বছর দশেকের ছেলেটা।