ছেলের বউভাতের অনুষ্ঠানে পরার জন্য ইন্দ্রাণীকে এই আসাম সিল্কটাই দিয়েছিলেন তাপস বাবু। পরনের গয়নাগুলোও ভারী পছন্দের ছিল স্ত্রীয়ের। ঠিক ওই সাজটাই আজীবন মনের মধ্যে ধরে রাখতে চেয়েছিলেন তাপস শান্ডিল্য, হয়েছেও তাই। স্ত্রীকে কেড়েছে কোভিড, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তাপসবাবু কিন্তু এখন এখন ঘর করছেন স্ত্রীয়ের এক পূর্ণাবয়ব মূর্তির সঙ্গে। এ যুগের শাহজাহান বটে!
২০২১-এর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তাপস বাবুর স্ত্রী। আর স্ত্রীয়ের শেষ ইচ্ছে মতো, আড়াই লক্ষ টাকা খরচ করে স্ত্রীয়ের মূর্তি গড়িয়ে এনেছেন ৬৫ বছরের তাপস শান্ডিল্য। ভারী গয়না, জমকালো শাড়িতে সেজে ইন্দ্রাণী দেবী দিব্যি এখন বসে থাকেন তাঁদের বসার ঘরের সোফায়। মুখে লেগে থাকে তৃপ্তির হাসি, কখনও এসে চুলে চিরুনি বুলিয়ে দিয়ে যান স্বামী, সুখের জীবন, না? থুড়ি জীবন শেষেও সুখ।
৬ মাস ধরে ৩০ কেজি ওজনের সিলিকনের মূর্তিটি বানিয়েছেন শিল্পী সুবিমল দাস।