৮ নভেম্বর ২০২২ এর শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শুধু এই বছরের নয়, আগামী তিন বছরের জন্য এটিই হতে চলেছে শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) । মার্কিন মহাকাশ গবেশনা সংস্থা নাসা জানিয়েছে, এরপরে ২০২৫ সালের ১৪ মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ভারতে-সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা।- চন্দ্রগ্রহণের সময় পৃথিবী চাঁদ সূর্য একই সরল রেখায় এসে পড়ায়, পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে চাঁদকে ঢেকে দেয়, ফলেকিছু সময়ের জন্য চাঁদকে দেখা যায় না।
নাসা জানিয়েছে, উত্তর ও মধ্য আমেরিকা, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং পেরুর পশ্চিমভাগ থেকে সবচেয়ে ভাল দেখা যাবে চন্দ্র গ্রহণ। পুয়ের্তো রিকো, এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে খুব ভাল মতো দেখা যাবে চন্দ্র গ্রহণ। আমাদের দেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে কলকাতা, শিলিগুড়ি, পাটনা, রাঁচি, গুয়াহাটিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, দিন ১৫ আগেই বছরের শেষ সূর্যগ্রহণ হয়েছে। কলকাতা থেকে প্রায় ১১ মিনিট দেখা গিয়েছে তাও। ভারতীয় সময়ে বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩২ মিনিটে। আর শেষ হবে ৬টা ১৮ মিনিটে। অর্থাৎ এই গ্রহণের স্থায়িত্ব ৪৫ মিনিট ৪৮ সেকেন্ড।