কথায় বলে বিপদ কখন ওত পেতে থাকে, জানা যায় না। এই প্রবাদই যেন অক্ষরে অক্ষরে সত্যি হল। জঙ্গলে যাওয়ার সময় আচমকাই এক ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। ভয় পেয়ে হুড়মুড়িয়ে রাস্তায় পড়ে গেলেন ওই ব্যক্তি। কোনও মতে প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। ঘটনাটি ধরা পড়েছে রাস্তার একটি সিসি ক্যামেরায়। সেই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভয়ে শিউরে উঠেছেন অনেকেই। ঘটনাটি অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের হলদিবাড়ি অ্যানিমাল করিডোরের।
ওই ফুটেজে দেখা যাচ্ছে, জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছেন এক সাইকেল আরোহী। তাঁর পাশ থেকে চলে যাচ্ছে বেশ কয়েকটা গাড়িও। আচমকাই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে একটি চিতাবাঘ। ওই ব্যক্তির কোমরের অংশ কামড়ে ধরে বাঘটি। আচমকা হামলায় সাইকেল থেকে পড়ে যান ওই ব্যক্তি। কিছু বুঝতে না পেরে চিতাবাঘটি জঙ্গলে পালিয়ে যায়। ওই ব্যক্তিও ভয় পেয়ে সাইকেল নিয়ে পিছনে পালিয়ে যান।
আরও পড়ুন: রিমোটে টালা ব্রিজের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আড়াই বছর পর শুরু যান চলাচল
কিছুটা এগিয়ে আসার পর আরও দুই সাইকেল আরোহী তাঁকে সাহায্য করেন। সাইকেল নিয়ে ফিরে আসার সময় বারবার কোমরের কাছে হাত দিয়ে ধরে থাকতে দেখা যায় ওই সাইকেল আরোহীকে। যদিও চিতাবাঘের হানায় ওই ব্যক্তি খুব বেশি আঘাত পাননি বলেই জানা গিয়েছে। এক বনকর্তা টুইট করেছেন এই ভিডিয়ো। মনে করা হচ্ছে ওই সময় পাশ থেকে আচমকা একটি গাড়ি এসে পড়ায় ভয় পেয়ে যায় ওই চিতাবাঘটি।