একগাল হাসি। সঙ্গে করজোরে নমস্কার। গায়ে ভারতীয় ক্রিকেট দলের জার্সি। সম্প্রতি নিজের ইনস্ট্রাগ্রামে এই ছবিই পোস্ট করেছেন ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ দেওয়ার নায়ক লিওনেল মেসি। কিন্তু কেন ? মেসি কী তাহলে এবার ক্রিকেট খেলবেন ? এই প্রশ্নের জবাব নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে নিজেই দিয়েছেন মেসি। তিনি লিখেছেন, এবার তিনি ভারতের শিশু শিক্ষার জন্য কাজ করবেন। বিশ্বকাপের আগেই তাঁকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসডর করছে বাইজুস। তার প্রচারেই ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে নিজের ছবি পোস্ট করেছেন মেসি। রোহিত-বিরাটদের টেস্ট দলের জার্সির অন্যতম স্পনসর বাইজুস। যদিও মেসির জার্সিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও লোগো ব্যবহার করা হয়নি।
মেসি লিখেছেন, এই পৃথিবীতে শিশুরাই সম্পদ। সব শিশুর অধিকার সব সুযোগ-সুবিধা পাওয়া। শেখার সুযোগ পাওয়ার অধিকার রয়েছে তাদের। এই শিক্ষামূলক অ্যাপ সংস্থা চেষ্টা করছে শিশুদের কাছে তা পৌঁছে দিতে। মেসি মনে করেন, এই চেষ্টা গোটা পৃথিবীকে পাল্টে দিতে পারে। কাতার বিশ্বকাপে নিজের আর্ম ব্যান্ডে বাইজুসের হয়ে প্রচার করেছিলেন মেসি। সেই ছবি ভাইরালও হয়েছিল।
তবে তাকেও ছাপিয়ে গেল মেসির সাম্প্রতিক পোস্ট। যেখানে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে মুচকি হেসে সবাইকে নমস্কার করেছেন লিওনেল মেসি।