বিয়ের মরসুম। সোশ্যাল মিডিয়া খুললেই বিয়ের ছবির ছড়াছড়ি। কাছের মানুষদের আইবুড়ো ভাত দেওয়ার ও চল রয়েছে। অনেকেই যারা বাইরে থেকে শহর কলকাতায় চাকরি করতে আসেন। প্রায়ই প্রতিদিনই। এই রোজ ট্রেনে যাতায়াতে সহযাত্রীরাও যেন পরিবার হয়ে ওঠে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় লোকাল ট্রেনেই এক হবু পাত্রকে ধরে আইবুড়ো ভাত দিয়েছেন সহযাত্রীরা। সকলের টিফিনবক্সে রান্না করে আনা হরেক রকমের পদ। ধূপ জ্বেলে ,চলন্ত ট্রেনেই খাওয়ানো হল আইবুড়ো ভাত। এই সুন্দর মুহূর্তের ছবি বেজায় প্রসংশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।