শেষবার প্রিয়জনদের কাঁধে চেপে নয়, বেলজিয়ান টিকটকার নিজের সৎকারে পৌঁছলেন হেলিকপ্টারে চড়ে। তাঁকে হেলিকপ্টার থেকে নামতে দেখে উপস্থিত আত্মীয়দের কেউ খুব আবেগতাড়িত, জড়িয়ে ধরছেন, কেঁদে ফেলছেন, কেউ আবার চমকে উঠলেন ভূত দেখার মতো।
পরিবারের সঙ্গে পরিকল্পনা করেই সব ছক কষেছিলেন ৪৫ বছরের বেলজিয়ান টিকটকার ডেভিড বার্টেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর শেয়ার করেন ডেভিডের মেয়ে। সৎকারের সময় আত্মীয় স্বজনের জমায়েতে আচমকা গিয়ে হাজির হন ডেভিড।
Debleena Dutt: একই ধারাবাহিকে দুই বিপরীত মেরুর চরিত্র, কীভাবে সামলাবেন দেবলীনা দত্ত?
জীবনের মাহাত্ম্য নিয়েই তাঁদের একটু শিক্ষা দেবেন, এই-ই ছিল ডেভিডের লক্ষ্য। তবে নেটিজেনদের সবাই যে ডেভিডের এই কাজকে ভাল চোখে দেখছেন, এমনটা নয়, অনেকের চোখেই তাঁর এই কাজ বেশ নিষ্ঠুর।