ডেটিং অ্যাপে (Dating app Tinder) সকলেই খোঁজেন প্রেমিক বা প্রেমিকা৷ কিন্তু রাখির আগে টিন্ডারে বোনের খোঁজ করে তাক লাগিয়ে দিলেন এক যুবক! শুধু খোঁজাই নয়, পেলেন সাফল্যও। তাও একজন নয়, দু'জন বোন জুটিয়ে ফেললেন তিনি। দু'জনেই তাঁকে রাখি পড়াতে রাজি হয়েছেন।
রেডিটে ওই যুবক জানিয়েছেন, রাখির আগে তিনি রীতিমতো চিন্তায় পড়েছেন। তাঁর কোনও দিদি বা বোন নেই৷ সেই কারণে কাউকে রাখি পরতে দেখলে তাঁর 'ফোমো' হয়৷ ‘ফোমো’ শব্দের অর্থ হল ‘ফিয়ার অব মিসিং আউট’। বাংলায় বলা যায়, 'বাদ পড়ে যাওয়ার ভয়'। এর জেরেই তিনি দ্বারস্থ হন টিন্ডারের।
মুম্বইয়ের বাসিন্দা ওই যুবক তাঁর বায়োতে লিখেছেন, রাখির দিন বেড়াতে যাওয়ার জন্য তিনি একজন বোন চান। সেই আবেদন দেখেই ঝড় উঠেছে নেট দুনিয়ায়। একজন নয়, দু'জন রাজি হয়েছেন তাঁকে রাখি পরাতে।