টিকা (Vaccine) নিতে সাংঘাতিক ভয়। এমনই ভয়, যে প্রশাসনের সদস্যরা টিকা নিতে রাজি করতে আসায় গাছেই উঠে পড়লেন বিহারের রেওটির এক বাসিন্দা। সম্প্রতি এই ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে নেটপাড়ায়। শেষমেশ অবশ্য ভদ্রলোককে গাছ থেকে নামিয়ে টিকা নিতে রাজি করা গেছে। কিন্তু উত্তরপ্রদেশের ঘটনার শুরুটা মজার হলেও পরিণতি যথেষ্ট ভয়াবহ।
উত্তরপ্রদেশের বালিয়ায় এক মাঝিকে টিকা দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বোঝাচ্ছিলেন টিকাকর্মীরা (Vaccine Officials)। ভিডিওয় দু'পক্ষের বাক্যালাপ শোনা না গেলেও আবহাওয়া যে গরম হচ্ছিল ক্রমশ, তা বেশ বোঝা যায়। এমন সময় জনৈক টিকাকর্মীর ওপর ঝাঁপিয়েই পড়লেন ওই মাঝি। যদিও এক্ষেত্রেও তাঁকে শেষমেশ টিকা নিতে রাজি করা গেছে বলেই খবর।
আরও পড়ুন, করোনা নিয়ে সতর্ক হোন, থ্রি ইডিয়টসের হাতে মাস্ক, স্যানিটাইজার ধরাল কলকাতা পুলিশ
দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণ (covid 19) থেকে বাঁচতে টিকার দুটো ডোজ কতোটা কার্যকর, সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে গত এক বছর ধরেই, তারপরেও টিকা নিয়ে অন্ধ বিশ্বাস, ভুল ধারণা পুরোপুরি মোছেনি এ দেশের বুক থেকে।