কাঁদতে হবে, মন প্রাণ দিয়ে শুধু কেঁদে যেতে হবে, টানা যত দিন পারা যায়। গিনেস বুকে নাম তুলবে বলে কাঁদতে শুরু করেছিলেন ক্যামেরুনের যুবক টেম্বু এবেরে। মাঝপথেই এল বিপদ, আংশিক দৃষ্টিশক্তি হারালেন তিনি।
জোর করে চোখে জল আনার জন্য নানারকম কলাকৌশলও করেছিলেন টেম্বু, খেতে খেতে কাঁদছেন, বসে-শুয়ে এমন কী হাসি পেলেও কাঁদছেন। কাঁদতে কাঁদতেই একসময় যুবক টের পান যে, তিনি সব কিছুই অস্পষ্ট দেখছেন। ৪৫ মিনিটের জন্য তিনি কিছু দেখতে পাননি। চোখ ফুলে গিয়েছিল। মাথাতেও অসম্ভব যন্ত্রণা হচ্ছিল, তবু টেম্বু হাল ছাড়ার পাত্র নয়।
Pakistan family: একই তারিখে জন্ম ৯ জন সদস্যের, পাকিস্তানের পরিবারের নাম উঠল গিনেস বুকে
তবে, তাঁর শারীরিক সমস্যার কথা শুনে গিনেস বুক কর্তৃপক্ষ অবশ্য প্রতিযোগিতার তালিকা থেকে বাদ দিয়েছে টেম্বুকে।