গাধা বলে ওদের এত হেলা ফেলা কেন? এ প্রশ্ন ৪২ বছরের শ্রীনিবাস গৌড়াকে (Srinivas Gowda) বরাবর ভাবাত। শেষমেশ কর্ণাটকের দক্ষিণ কন্নড়ে তিনি একটি গাধার খামার খুলেই ফেললেন। এর আগে কেরালার এড়নাকুলামে একটি গাধা খামার (Donkey Farm) ছিল। সেই হিসেবে শ্রীনিবিসের তৈরি করা খামারটি দ্বিতীয়।
সফটওয়্যারের চাকরি ছেড়ে পশুপালন বিদ্যা (Animal Husbandry) নিয়ে রীতিমতো পড়াশোনা করেছেন শ্রীনিবাস। নানা ডিগ্রিও অর্জন করেছেন। এর আগে করকনাথ মুরগি এবং খরগোশ প্রতিপালন করেও বেশ সাফল্য পেয়েছেন তিনি। সম্প্রতি খান বিশেক গাধাকে নিয়ে তৈরি করলেন গাধা খামার।
গাধার দুধ শরীরের জন্য উপকারী, এই ভাবনা থেকে গাধার দুধ (Donkey Milk) বেচাও শুরু করেছেন শ্রীনিবাস। ৩০ এমএল দুধ বিক্রি করছেন ১৫০ টাকায়। ইতিমধ্যে ১৭ লক্ষ টাকার বরাত পেয়ে গিয়েছেন।
Nails Care Tips : একটুতেই নখ ভেঙে যাচ্ছে ? নখ মজবুত ও সুস্থ রাখতে রইল কয়েকটি টিপস
চাকরি বাকরি ছেড়ে গাধা খামার খুলবেন, শুনে বন্ধু আত্মীয় প্রতিবেশিরা নানা কথাই বলেছিলেন, ওসব কানে তোলেননি শ্রীনিবাস।