জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে হাতি। খেলার ছলে পা দিয়ে একটু ধুলোও উড়িয়ে দিচ্ছে। কিন্তু ওই শান্ত হাতিটিকে চপ্পল ছুড়ে তাড়ানোর চেষ্টা করল কয়েকজন যুবক। আর তার পর যা হল সেই ভিডিয়ো দেখে রীতিমতো আতঙ্কিত নেটিজনরা। ইতিমধ্যেই ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে অসমের জঙ্গলে। ভিডিওটি শেয়ার করেছেন বনদফতরের আধিকারিক পারভিন কাসওয়ান। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জঙ্গলের উঁচু জমিতে দাঁড়িয়ে রয়েছে একটি পূর্ণ বয়স্ক হাতি।
বেশ কিছুটা নিচে ঢালু মাটিতে একদল যুবক রয়েছে। যারা পায়ের চপ্পল খুলে ভয় দেখাচ্ছেন হাতিটিকে। চপ্পলের ভয়ে শুরুতে খানিকটা পিছিয়ে যায় হাতিটি। যদিও কয়েক সেকেন্ড পর কিন্তু রুদ্ররূপে তেড়ে আসে।
আরও পড়ুন - 'বেশ করেছি, প্রেম করেছি', বিয়ের আগে রূপান্তর, 'অলকা' হলেন 'অস্তিত্ব'
ভিডিয়োর ক্যাপশনে ওই আধিকারিক লিখেছেন, 'এখানে আসলে জন্তুটি কে? সেটা আপনিই সনাক্ত করুন। এমন আচরণের পর কোনও দুর্ঘটনা ঘটলে খুনি বলা হবে। ভুলেও কখনো এমন কাজ করবেন না।'