দুনিয়া যত এগোচ্ছে, ততই সবদিক থেকে আধুনিক হচ্ছে মানুষ। অন্যান্য দিকের পাশাপাশি অর্থনৈতিক দিকেও এসেছে বদল। বর্তমানে ডিজিটাল(Digital Payment) যুগে আর টাকাপয়সা সঙ্গে না নিয়ে বেরোলেও চলে। এটিএম কার্ড বা কিউআর কোড(QR Code) স্ক্যানের মতো একাধিক উন্নততর প্রযুক্তি এখন হাতের নাগালে। কিন্তু এবার নিজের হাতে বারকোড ট্যাটু এঁকে সাড়া ফেলে দিয়েছেন তাইওয়ানের(Taiwan Youth) এক যুবক। এমনকি, হাতে আঁকা ওই বারকোড স্ক্যান করে অনলাইন পেমেন্টও করেছেন তিনি। আর এই ভিডিও ভাইরাল(Viral Tattoo) হতেই এখন রাতারাতি 'হিরো' তাইওয়ানের ওই যুবক।
তাইওয়ানের বাসিন্দা ওই যুবক জানান, বহুদিন ধরেই তাঁর ট্যাটু বানানোর শখ ছিল। অন্যান্যদের মতো গড়পরতা ট্যাটু না বানিয়ে চেয়েছিলেন একেবারে নতুন কিছু বানাতে। তখনই মাথায় আসে এই নতুন আইডিয়া। যদিও হুবহু সূক্ষ্ম সূক্ষ্ম বারকোডের(QR Code Tattoo) ছাপ হাতে ফুটিয়ে তোলা ছিল কার্যত চ্যালেঞ্জ ছিল ওই শিল্পীর কাছে। অবশেষে ট্যাটুশিল্পী(Tattoo Artist) একেবারে নিখুঁতভাবে ওই যুবকের হাতে ফুটিয়ে তোলেন ওই ট্যাটু। এর সঙ্গে যুক্ত করা হয় তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট।
ফলে বারবার পকেট থেকে ফোন বা মানিব্যাগ বের করার ঝামেলা নেই। হাতে আঁকা ওই 'বারকোড' ট্যাটু(Barcode Tattoo) স্ক্যান করলেই নিমেষে কেল্লাফতে।