ইন্টারভিউ দিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা যেন অলিখিত নিয়ম হয়ে গিয়েছে। চাকরির ইন্টারভিউ, একটু কষ্ট তো সহ্য করতেই হয়। কিন্তু কেউ কেউ হন ব্যাতিক্রমী, সেরকমই এক ঘটোনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মভ ইউনিকর্ন নামের এক ব্যক্তি একটি সংস্থায় চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, ২.৩০ এ ছিল ইন্টারভিউ। ২.৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরেও ইন্টারভিউ নিতে যার আসার কথা, তিনি আসেননি, এরপর আর অপেক্ষা করেননি মভ।
Memory Loss: কোথায় কী রাখছেন ভুলে যাচ্ছেন? স্মৃতিশক্তি হ্রাস পেলে কী কী করণীয় জানুন!
আড়াইটের সময় তাঁকে জানানো হয়, এক মিনিটের মধ্যে শুরু হবে, ইন্টারভিউ, কিন্তু এক এক করে পেরিয়ে যায় ১৫ মিনিট।
মভের এই বেপরোয়া মনোভাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথারীতি মিশ্র প্রতিক্রিয়া।