রইল ঝোলা, চলল ভোলা, এ ভাবে চাকরি ছাড়তে পারেন ক'জন? রাজেশ পেরেছেন। কে রাজেশ? জানা নেই। তবে এটুকু বোঝা যাচ্ছে, তিনি আরপিজি এন্টারপ্রাইজে (RPG Enterprice) কর্মরত ছিলেন। কাজ থেকে ইস্তফা (Resignation) দিয়েছেন সম্প্রতি। কারণ? রাজেশ কাজে মজা পাচ্ছিলেন না। হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka) নিজেই সেই ইস্তফাপত্র টুইট করে শেয়ার করেছেন।
ভাষার কচকচি নেই, অহেতুক বেশি কথাও নেই। পদত্যাগ পত্রে লেখা, 'আমি কাজ ছাড়ছি, মজা পাচ্ছি না'। পদত্যাগ পত্রের ছবি টুইট করে হর্ষ লিখেছেন, 'খুবই সংক্ষিপ্ত কিন্তু খুবই গভীর চিঠি, আমাদের সকলের এই সমস্যার সমাধান করা উচিত"।
Human skin in robot: জাতে রোবট, অথচ অবিকল মানুষের মতোই নরম ত্বক, সাড়া জাগানো আবিষ্কার জাপানে