পিম্পরি-চিঞ্চওয়াড়ের রাস্তায় দুই-যুবককে হুডখোলা গাড়িতে স্টান্ট করছিল, সেই ভিডিও ভাইরাল-ও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার, এই স্টান্টের জন্যই পুনে পুলিশ ওই দুই যুবককে দিয়েছে বিশেষ ‘পুরস্কার’
এই কাজটিকে একটি ‘স্টান্টবাজি’ বলে উল্লেখ করে, ওই দুই যুবকের বিরুদ্ধে পুরস্কার স্বরূপ ভারতীয় দণ্ডবিধির (IPC) 279 এবং 336 ধারা এবং মোটরগাড়ি আইনের 184, 119 এবং 177 ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। তাছাড়া স্টান্টে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
Anjana Bhowmik Passes Away : দুঃসংবাদ টালিগঞ্জে, প্রয়াত উত্তমের আরও এক নায়িকা অঞ্জনা ভৌমিক
পুলিশ জানিয়েছে,পাবলিক স্পেসগুলি স্টান্টের জন্য নয়, এবং এই ধরনের কার্যকলাপে জড়িত হলে গুরুতর পরিণতি হতে পারে । ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড রোধ করতে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।