মাঠের জয়েই শেষ হয়নি, মাঠের বাইরেও সিআর সেভেনকে টেক্কা লিও মেসির। বিশ্বকাপ জয়ের একগুচ্ছ ছবি মেসি পোস্ট করেছিলেন লিও মেসি, সেই পোস্টে লাইকের সংখ্যা চড়চড় করে বেড়ে প্রায় ৭ কোটি। অবাক স্বয়ং জুকারবার্গও, নিজেই পোস্ট করে জানালেন সে কথা। ইন্সটাগ্রাম কর্তা মার্ক আরও জানিয়েছেন বিশ্বকাপ চলাকালীন হোয়াটসআপেও রেকর্ড মেসেজ আদান প্রদান হয়েছে, প্রতি সেকেন্ডে ২.৫ কোটির মতো।
বিশ্বকাপ শুরুর আগে ইনস্ট্রাগ্রামে নিজের ছবিতে ভরিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন তাঁর ভক্তরা। দিন দুয়েক আগে পরজন্ত ইন্সটার ইতিহাসে সেটিই ছিল সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট। কিন্তু লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ হাতে নিয়ে মেসি নিজের ছবি আপলোড করতেই ঘুরে গেল যাবতীয় ভোট।
ক্রমশ সেই পোস্টে লাইকের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে লাইক বেড়ে প্রায় ৭ কোটি। বিশ্ব ফুটবলে, কে সেরা, রোনাল্ডো, না মেসি, এই বিতর্কের অবসান হয়নি আজও, এবার সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তা কার বেশি, সেই নিয়ে জোর টক্কর, বিশ্বকাপের মতো এক্ষেত্রেও শেষ হাসি কিন্তু হাসলেন এলএম ১০।