রোজকার ১০ টা ৭টা অফিসে যারা কার্যত ক্লান্ত, তাঁদের কাছে স্বর্গরাজ্য মনে হতে পারে হায়দারাবাদের এই অফিস। মাইক্রোসফ্টের কর্মীরা একটি রিল শেয়ার করেছেন, যা দেখে রীতিমতো চোখ কপালে নেটিজেনদের।
কয়েক একর জায়গার উপর তৈরি এই অফিসে চমকের শেষ নেই। শুধু সাজসজ্জা নয়, এই অফিস কর্মীদের জন্যও রয়েছে ভরপুর সুযোগ সুবিধা।
Karnataka News: স্ত্রীয়ের রিল আসক্তি, আত্মঘাতী কর্ণাটকের যুবক
কর্মীদের বিশ্রাম নেওয়ার জায়গা থেকে রয়েছে, যখন ইচ্ছে কফি-চা খাওয়ার সুবিধা। পাশাপাশি অফিসে বসেই, রেস্তোরাঁর নানা রকমের পদ খাওয়ার সুযোগ সুবিধাও রয়েছে কর্মীদের। সাবওয়ের বার্গার থেকে থেকে বাস্কিন রবিন্সের আইসক্রিম পর্যন্ত সমস্ত লোভনীয় খাবার মিলবে এক ছাদের তলায়। এছাড়া, টিশার্ট-কফিমগ, মনপসন্দ স্ন্যাকসের ব্যবস্থাও রয়েছে।