আপনাকে মাত্র ৩ সেকেন্ড কথা বলতে হবে, ব্যাস! আপনার গলা অবিকল নকল করতে পারবে প্রযুক্তি! শুধু গলা নয়, আপনার কথা বলার ধরনও নকল করে নেবে মাইক্রোসফটের এআই প্রযুক্তি! এ যুগের অত্যাধুনিক হরবোলা বলাই যায়! প্রযুক্তির পোশাকি নাম ভ্যাল ই।
৭০০০ মানুষের গলা দিয়ে টানা ৬০০০০ ঘণ্টা প্রশিক্ষণ চলেছে ভ্যাল ই-র। তবে এই প্রযুক্তির ফলে মানুষের গোপনীয়তা যেন নষ্ট না হয়, সে দিকেও খেয়াল রাখা হবে বলে আশ্বস্ত করেছে মাইক্রোসফট।
Amitabh-Bachchan-Srijit Mukherji: মৃণাল সেনের বায়োপিকের জন্য সৃজিতকে শুভেচ্ছা বিগ বি-র
নয়া এই প্রযুক্তির ফলে আগামী দিনে কি চাকরি কমতে পারে বিশ্বজুড়ে? সেরকম এক সম্ভাবনা দেখা দিতে পারে বলে নানা মহলে কথা উঠছে। গলা নকল করার প্রযুক্তি আসার ফলে বহু ঘোষক, বাচিক শিল্পীর পেশাসংকট দেখা দিতে পারে বলে আশঙ্কাও করছেন অনেকেই।