পুলিশ আধিকারিককে গাড়ি থেকে নামতে দেখেই ব্যাগ থেকে তরোয়াল বের করেছিল দুষ্কৃতী(Kerala viral video)। তার দিকে এগিয়ে যেতেই সেই তরোয়াল নিয়ে পুলিশ আধিকারিকের উপর ঝাঁপিয়ে পড়ে সে। বার কয়েক পুলিশ অফিসারকে লক্ষ্য করে তরোয়াল চালাতেও দেখা যায় দুষ্কৃতীকে।
দুষ্কৃতীর হাতে তরোয়াল দেখেও বিন্দুমাত্র ভয় না পেয়ে খালি হাতেই তার দিকে এগিয়ে যান পুলিশ আধিকারিক(Goon attacks on Police)। সুযোগ বুঝে দুষ্কৃতীর হাত ধরে ফেলেন। কিন্তু নিজেকে ছাড়ানোর চেষ্টায় ফের তরোয়াল চালানোর চেষ্টা করলে দুষ্কৃতীকে জাপটে ধরে মাটিতে ফেলে তার হাত থেকে তরোয়াল কেড়ে নেন পুলিশ আধিকারিক(Sword attack on Police)। ততক্ষণে স্থানীয়রাও জড়ো হয়ে যান সেখানে। এরপরই দুষ্কৃতীকে তুলে নিয়ে যায় পুলিশ।
সিনেমা নয়, একেবারে বাস্তব। তবে তা সিনেমার থেকে কোনও অংশে কম নয়। কেরলের তিরুঅনন্তপুরমের এই ঘটনায় রীতিমতো তাজ্জব নেটগরিকরা। টুইটারে ভাইরাল এই ভিডিও(Viral video on Twitter) প্রশংসা কুড়িয়েছে নেটদুনিয়ায়। ভিডিয়োটি নেটমাধ্যমে শেয়ার করেছেন বিজয়কুমার(Vijaykumar IPS) নামে এক আইপিএস আধিকারিক। ওই পুলিশ অফিসারের এই বাহাদুরির প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা।