শারীরিক প্রতিবন্ধকতা কখনই স্বপ্নপূরণে বাধা হতে পারে না। সেটাই প্রমাণ করলেন চণ্ডীগড়ের সোম্যা ঠাকুর। কারণ তিনি অংশ নিয়েছেন মিস হুইল চেয়ার ওয়ার্ল্ড ২০২২-এর প্রতিযোগিতায়। হুইল চেয়ারে বসেই বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।
মিস ওয়ার্ল্ড-এর মতোই আয়োজন করা হয় মিস হুইল চেয়ার ওয়ার্ল্ড অনুষ্ঠানের। যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশেষ ভাবে সক্ষম মহিলারা। হুইল চেয়ারে বসেই র্যাম্প ওয়াক করেন তাঁরা। বিশ্বের কাছে তুলে ধরেন নিজেদের। চলতি বছর মেক্সিকোর রোজারিততে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
ভারত থেকে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সোম্যা। পেশায় তিনি একজন এইচআর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের প্রশংসা করেন। তিনি বলেন, 'আমার মতো যারা বিশেষ ভাবে সক্ষম, ভবিষ্যতে আমি তাঁদের জন্য পথ প্রশস্ত করতে চাই।'