মসৃণ পথ ধরে নয়। খানাখন্দে ভরা বিপদসঙ্কুল রাস্তা ধরে এগোতেই যেন আনন্দ। অফ-রোড কার রেসিং মানে এরকমই। পাহাড়-পর্বত, কাদামাখা জর্জরিত পথ, বরফে ঢাকা চোরাই গর্তে ভরা অ্যাডভেঞ্চারাস জার্নি। কাশ্মীরের টিনএজার মনীষা ইতিহাস গড়লেন এই যাত্রাপথেই! উপত্যকার প্রথম অফ-রোড কার রেসার (Off-road car racer) হিসেবে ইতিহাসের পাতায় নাম তুললেন তিনি।
অত্যন্ত প্রাণবন্ত এই টিনএজার ছোটবেলা থেকেই গাড়ি চালানোর ব্যাপারে প্রবল উৎসাহী। বলছিলেনও সে কথা। তাঁর বাবা ও কাকার কাছে শিখেছেন গাড়ি চালানোর তাবড় খুঁটিনাটি। তারপর তার মধ্যে যোগ করেছেন সাহস ও আত্মবিশ্বাসের অমোঘ মিশেল। পরিবারের সাহায্য ছাড়া যে অফ রোড রেসার (First off road car racer in Kashmir) হিসেবে তিনি নিজের দক্ষতার পরিচয় সম্যকভাবে দিতে পারতেন না, সেই কথাও স্বীকার করে নেন মনীষা।
যদিও, তাঁর কেরিয়ার নিয়ে ভাবনায় এই বিশেষ ধরনের কার রেসিং নেই। তিনি হতে চান আইএএস (IAS officer) অফিসার। উপত্যকার মানুষদের দুর্দশা দূর করতে আগ্রহী মনীষা। মেঘমুক্ত খোলা আকাশের নিচে গাড়ি নিয়ে একের পর এক হার্ডল টপকাতে টপকাতে এই কথাও বললেন তিনি।