শুক্রবার সন্ধ্যে নামতেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল একটা ছবি। ঈদের চাঁদের মতো একফালি চাঁদ, তার ঠিক নীচে শুক্রগ্রহ। মুঠোফোন থেকে চোখ আকাশে রাখতেই কলকাতাবাসীর আনন্দ আর ধরে না। পশ্চিম আকাশে সত্যিই তো উজ্জ্বল হয়ে আছে শুকতারা, মাথার ঠিক ওপর কাস্তের মতো চাঁদ।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চাঁদের সঙ্গে এক সারিতে দেখা গিয়েছিল শুক্র আর বৃহস্পতিকে। এ বার চাঁদের তলায় চলে এল শুক্র। তবে আকাশে মেঘ থাকায় মাঝেমাঝে খালি চোখে আড়াল হচ্ছিল চাঁদ। যারা রাতের আকাশ দেখতে ভালবাসেন, তাঁদের জন্য যেন একটা 'সোনা ঝরা সন্ধ্যা' উপহার দিয়ে গেল এই বসন্ত।