'একলা ঘর দেশ, একলা থাকার অভ্যেস', নিউক্লিয়ার পরিবারে বাবা মা আর একজন সন্তান, এই চিত্রই এখন সর্বত্র। ব্যস্ত জীবনে ওই একা সন্তানের ইচ্ছে, পাওয়া না পাওয়া, মন খারাপের খোঁজ রাখার কেউ থাকে না৷ এবার অন্য ছবি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। খুদে মেয়ের আবদারেই দ্বিতীয় সন্তান নিতে বাধ্য হন বাবা মা। মেয়ের আবদার ছিল, 'জলজ্যান্ত একটা পুতুল চাই'। খুদের ইচ্ছে পূরণ করতেই দ্বিতীয় সন্তানের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের দম্পতি।
Jamsu Beauty Trend: কোরিয়ান সৌন্দর্যে মজে গোটা বিশ্ব, ডুবে থাকলেই ম্যাজিক! জামসু হ্যাক কী?
আর খুদের সেই ইচ্ছেকেই সম্মান জানালেন খোদ ডাক্তারবাবুও। সদ্যোজাত জন্ম নিতেই, তোয়ালে মুড়ে তাকে প্রথম তুলে দেওয়া হল দিদির কোলে। 'জলজ্যান্ত পুতুল'কে কোলে নিয়ে দিদির দু'চোখে যেন বাঁধ না মানা খুশির অশ্রু। এই গোটা ঘটনার বিবরণ লিখে ভিডিয়ো শেয়ার করেছেন ডাক্তারবাবু। আর সেই ভিডিয়ো তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।