তিনি পেশায় রিয়েল এস্টেট এজেন্ট৷ পয়সাকড়ির অভাব নেই। মুম্বইয়ের মতো শহরে তাঁর দুখানা ফ্ল্যাট৷ কিন্তু তা সত্ত্বেও তিনি অটো চালান বাণিজ্যনগরীর রাজপথে৷ কোনও অর্থনৈতিক চাপ বা অন্য কোনও কারণে নয়৷ নেহাতই শখে। অটো চালানোই হবি 'আন্না'র। তাই অটো চালান মুম্বাইতে।
আপাতত ইন্টারনেট সেনসেশন এই মানুষটি৷ আরজে আলোকিতা নামে এক মহিলা আন্নার ভিডিও শেয়ার করেছিলেন। বিদ্যাবিহার থেকে অটো নিয়েছিলেন তিনি। অটোচালক অত্যন্ত মার্জিত ব্যবহার করছিলেন৷ রাস্তায় বহুজন তাঁর সঙ্গে কথা বলছিল। তিনিও তাঁদের শুভেচ্ছা জানাচ্ছিলেন৷ এই সব দেখে একটু চমকেই যান আলোকিতা। আলাপ করেন অটোচালকের সঙ্গে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ইতিমধ্যেই ১,৫৩,০০০ মানুষ দেখে নিয়েছেন আন্নার ভিডিও৷ লাইক ১০ হাজারেরও বেশি৷ পেশায় রিয়েল এস্টেট এজেন্ট, নেশায় অটোচালক আন্নাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ সেই সঙ্গে আশ্চর্য সব মানুষের কথাও ভাগ করে নিয়েছেন তাঁরা।
অনেকেই বলেছেন, মুম্বাই এমন এক শহর, যেখানে এমন আশ্চর্য মানুষের দেখা পাওয়া যায়।
দিন দুয়েক আগে একটি ঘটনার কথা উঠে এসেছিল নেট মাধ্যমে। মাইক্রোসফটের তরুণ এক ইঞ্জিনিয়র একাকিত্ব কাটাতে বেঙ্গালুরুতে সপ্তাহান্তে অটো চালান। আন্না অবশ্য একাকিত্বের কথা বলেননি, বলেছেন এটা তাঁর ভাল লাগার কাজ।