সুর সারিয়ে তুলতে পারে বহু কালান্তক ব্যাধি। এমনকি, ক্যানসারের ক্ষেত্রেও দারুণ কাজে দেয় মিউজিক থেরাপি! সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় জানা গিয়েছে, ক্যানসার রোগীর মনের মধ্যের উদ্বিগ্নতা বহুগুণে কমিয়ে দিতে পারে মিউজিক থেরাপি। ইউনিভার্সিটি হসপিটালস কোন্নর হোল হেলথের পক্ষ থেকে করা এই গবেষণাটি চালানো হয় ১,৫০০ ক্যানসার রোগীর ওপর।
সেই গবেষণায় দেখা গিয়েছে, মিউজিক থেরাপি প্রয়োগ করলে ক্যানসার আক্রান্ত রোগীদের শারীরিক ও মানসিক কষ্টের অনেকটাই উপশম হচ্ছে। যাঁদের ওপর মিউজিক থেরাপি প্রয়োগ করা হয়নি, সেইসব ক্যানসার রোগীদের শারীরিক ও মানসিক কষ্টের সমস্যা হচ্ছে বেশিমাত্রায়। মিউজিক থেরাপির ফলে রোগীদের মনের মধ্যে একটা ফুরফুরে বদল লক্ষ করা যাচ্ছে। যা কিছুটা ইতিবাচক বদলও নিয়ে আসছে শরীরে।