আগে কখনও কোনও দূরবীনে এত স্পষ্ট ধরা পড়েনি মহাকাশের ছবি। হঠাৎ দেখলে চোখ ধাঁধিয়ে যেতে পারে। চোখ একটু সয়ে গেলেই দেখা যাবে গোল, চ্যাপ্টা, লম্বাটে, নানা আকারের নক্ষত্রপুঞ্জ। স্পষ্ট ধরা পড়েছে ছবিতে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম ওয়েব স্পেস টেলিস্কোপের (NASA's webb space telescope) সাহায্যে সেই অভূতপূর্ব ছবি তুলতে পেরেছে। সঙ্গে নাসা এও জানিয়েছে, আজ পর্যন্ত মহাকাশের যত ছবি তোলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ধারালো এবং গভীরতম ইনফ্রারেড ছবি এটি।
প্রায় ১৩০০ কোটি বছর আগের আলোর সন্ধান পেল নাসার টেলিস্কোপ। সেই ছবি হোয়াইট হাউজে দাঁড়িয়ে প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উল্লেখ্য, প্রায় ১৪০০ কোটি বছর আগে ‘বিগ ব্যাং’ বিস্ফোরণের পরই নক্ষত্র ও গ্যালাক্সি তৈরি হয়েছিল। সেই আদি নক্ষত্রপুঞ্জের একটি ধরা পড়ে নাসার টেলিস্কোপে।
UN Report: ভারতে অপুষ্টি আক্রান্ত মানুষের সংখ্যা কমেছে, বেড়েছে স্থূলতার সমস্যা, বলছে রিপোর্ট
তবে নাসা জানিয়েছে ওয়েব টেলিস্কোপ মহাকাশের যে অংশটির ছবি তুলেছে সেটি মহাকাশের ক্ষুদ্রতম একটি অংশ মাত্র। কতটা ছোট, তা বোঝাতে হাতের তালুতে ধরা একটা ছোট্ট বালির দানার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে।