সম্প্রতি, একটি বাংলা বেসরকারি সংবাদমাধ্যমে আয়োজিত বিতর্কে এক জনপ্রিয় রেডিও জকি আজকের প্রজন্মের বাংলা মাধ্যমে (Bengali medium school) পড়া নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। তা নিয়েই আপাতত তোলপাড় সোশ্যাল মিডিয়া (Social Media)। ওই আরজে-র মন্তব্যের প্রেক্ষিতে পক্ষে বিপক্ষে মতামত জানাচ্ছেন শয়ে শয়ে ফেসবুক ব্যবহারকারী।
বিতর্কসভায় ওই মহিলা আরজে (Radio Jockey) প্রশ্ন তোলেন 'আজকে যদি বেংগলি মিডিয়ামে কেউ নিজের সন্তানকে পড়ায়, তাহলে সে কি কোনও ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে? সবার কী মনে হয়? সবাই কী ভাবছেন?"
'বাংলা মিডিয়ামে পড়া কোনও ছাত্র গিয়ে কোনও কর্পোরেট হাউসে ভালভাবে চাকরি নিয়ে বাড়ি কি যেতে পারবেন? আমার মনে হয় পারবে না।' এই ক্লিপ ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে নেমেছে বিতর্কের ঝড়। একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে কীভাবে এমন মন্তব্য তিনি করেছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।
ফেসবুক সহ নানা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যাতায়াত রয়েছে, এমন সাধারণ মানুষ থেকে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, সকলেই নড়েচড়ে বসে এই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ বলছেন, বাংলা মিডিয়ামে পড়েও জীবনের প্রতিষ্ঠিত হওয়া আটকায়নি। কেউ বলেছেন বাংলায় চাকরি পেতে গেলে বাংলা বাধ্যতামূলক করা দরকার।
কেউ বলছেন, তাঁরা নিজেরা যেমন বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন, তাঁদের সন্তানও তা-ই করবে।
একটি জনপ্রিয় পেজের পোস্ট বলছে, 'সাদামাটা স্কুল মানুষ হতে শেখায়। ইংরেজি শেখা তার তুলনায় নস্যি"।
অন্যদিকে, আরজে-র মন্তব্যের পক্ষেই কেউ বলেছেন, সত্যিই বাংলা মাধ্যমে পড়লে গৃহ শিক্ষকতা করার খেত্রেও সমস্যা হয়। আজকাল অভিভাবকরা বাড়িতে শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রেও ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাদের অগ্রাধিকার দেন। সোশ্যাল মিডিয়ায় ওই রেডিও জকি-র পক্ষে হ্যাশট্যাগও আসতে শুরু করেছে।
বিতর্ক গড়াতে ওই আরজে নিজেই ফেসবুকে পোস্ট করে, তাঁর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে বলেছেন তাঁর ইনবক্সেই। একটি ডিজিটাল সংবাদমাধ্যমে ওই আরজে নিজে ঘটনার প্রেক্ষিতে লিখেছেন "এক বেসরকারি টিভি চ্যানেলের এক বিতর্ক সভায় অংশ নিয়ে বলা আমার মন্তব্যের একটি বিশেষ অংশ ছেঁটে নিয়ে চলছে আক্রমণ। কেন, কী জন্য এই মন্তব্য করেছি তা বলার আগে বলতে চাই পুরো ঘটনাটি কি হয়েছিল। প্রথমত ওটা ছিল একটা বিতর্ক সভা। আর সেখানে আমার রাখা মন্তব্যের শুধুমাত্র অংশবিশেষ নিয়েই চলছে এমন প্রচার।"
প্রসঙ্গত, ওই বাংলা বেসরকারি সংবাদমাধ্যমের বিতর্কসভায় উপস্থিত ছিলেন ভাষাবিদ পবিত্র সরকার সহ গণ্যমান্য অনেকেই।