লিজ ট্রাসের পদত্যাগের পর দীপাবলির সন্ধেতেই এল সুখবর। ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই নেটপাড়ায় উঠল কোহিনূর ফেরানোর দাবি।
প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে বরিস জনসন নাম তুলে নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর হিসেবে তাঁর নাম একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল । অবশেষে, ইনফোসিসের (Infosys) কর্ণধার নারায়ণ মূর্তির জামাইয়ের দখলে ১০ ডাউনিং স্ট্রিট । ২৮ অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি । তার প্রধানমন্ত্রী হওয়ার খবর নিশ্চিত হতেই নানা দাবিতে সরব নেটদুনিয়া।
আরও পড়ুন,https://www.editorji.com/bengali/world-news/rishi-sunak-to-be-the-next-pm-of-uk-1666621223283
একটি টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়, ‘দ্য এমপায়ার স্ট্রাইকস ব্যাক। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক। এবার কোহিনুর ফেরেত পাঠিয়ে দিন।’ অন্য একজন আবার নরেন্দ্র মোদির সঙ্গে ঋষি সুনাকের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘কোহিনুরকে কীভাবে ভারতে ফেরানো যায় তা নিয়ে আলোচনা করছেন প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী সুনাক। কেউ আবার লিখছেন ব্রিটেনকে আর্থিক সংকট থেকে বের করে আনার পর সুনক কোহিনুর, অমরাবতী স্তুপ, বিজয় মালিয়া ও নীরব মোদিকে ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।