একটি গ্রুপের অ্যাডমিন আপনি। গ্রুপটির সদস্যরা গ্রুপের নিয়মবহির্ভূত মেসেজ করছেন অহরহ? কুছ পরোয়া নেহি! এবার এমন একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp), যার মাধ্যমে গ্রুপ অ্যাডমিনও (WhatsApp group admin can delete group members messages) গ্রুপের অন্যান্য সদস্যদের মেসেজ ডিলিট করতে পারবেন।
আরও পড়ুন: ভারতে স্টার্টআপের বাজার যেভাবে বাড়ছে, তা 'হৃদয়স্পর্শী', জানালেন গুগল সিইও সুন্দর পিচাই
হোয়াটসঅ্যাপ বিটা ইনফোর (WABetaInfo) সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, এই নির্দিষ্ট ফিচারটি নিয়ে হোয়াটসঅ্যাপ (WhatsApp) কাজ করছে এখন। এই ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপ তার প্রতিদ্বন্দ্বী অ্যাপ টেলিগ্রামের (Telegram) সঙ্গে একাসনে বসে যাবে।
হোয়াটসঅ্যাপ বিটা ইনফোর (WABetaInfo) পক্ষ থেকে একটি স্ক্রিনশট শেয়ার করে দেখানো হয়েছে, ওই মেসেজটি ডিলিট করার পর গ্রুপে ‘দিস ওয়াজ ডিলিটেড বাই অ্যাডমিন’ বা ‘ অ্যাডমিনের দ্বারা এটি মুছে দেওয়া হল’ শীর্ষক একটি নোটিফিকেশন আসবে।
যদিও, তার সঙ্গে এই কথাটিও জানানো হয়েছে যে, এই ফিচারটি (New feature in WhatsApp) আপাতত পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। তাই ডিলিট করার পরে ঠিক এই নোটিফিকেশনই আসবে না তার কোনও পরিবর্তন হবে- তা সময়ের সঙ্গেই জানা যাবে।
স্পষ্টতই, এই নতুন ফিচারটি (New feature in WhatsApp) বাজারে এলে তা হোয়াটসঅ্যাপের গ্রুপে গ্রুপে ছড়ানো ভূয়ো খবর, হেনস্তার মেসেজ এবং অন্যান্য ক্ষতিকারক কনটেন্টের ওপর রাশ টানার ক্ষেত্রেও সহায়ক হবে।
এতদিন, হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন (WhatsApp group Admin) কেবলমাত্র গ্রুপের সদস্যদেরই মুছে ফেলতে পারতো, তাদের মেসেজ ডিলিট করার ক্ষমতা ছিল না অ্যাডমিনদের হাতে।