চা বিলাসী মন তো অনেকেরই হয়, চুমুকে চমকও থাকে, কিন্তু নখের ওপর চায়ের সংসার? শুনেছেন কখনও? সম্প্রতি টি সেটের নেইল আর্ট রীতিমতো ট্রেন্ডিং হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই নখের ওপর বানাতে চাইছেন টি পটের নকশা।
থ্রি ডি নকশায় ম্যানিকিওরের চল বেড়েছে হালে। বিশেষ জনপ্রিয়তা পেয়েছে টিপটের নেইল আর্ট ট্রেন্ড।
হাতের নখেই বসেছে চা-চক্র। কোনও নখে চায়ের কাপ, কোনওটায় প্লেট, কোনওটায় কেটলি, রয়েছে সসারও। পাঁচ আঙুলের প্রতিটা নখেই চা-এর কোনও না কোনও সরঞ্জাম।
Coffee benefits: কফি মেদ ঝরাচ্ছে, কিন্তু ঘুমের বারোটা বাজছে না তো?
এই নেইল আর্টের খরচ প্রায় তিন হাজার মার্কিন ডলার। তাই -নিয়ে বিস্তর চর্চা সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, আহা! নখের ওপর এ এক মাস্টারপিস। কারও মতে, পয়সা নষ্ট ছাড়া কিছুই নয়।