চৌকো চৌকো এক আকৃতির 'NOKIA' লেখা আর সচরাচর পড়বে না চোখে। ৬০ বছর পর চিরচেনা আইকনিক লোগো বদলাল নোকিয়া। স্মার্ট ফোন বলতে যখন কিছু ছিল না, সেই তখন থেকে মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে ছিল নোকিয়া ফোন, কিন্তু তারপর অ্যান্ডরয়েড এবং উইন্ডোজের একচেটিয়া দাপটে জায়গা হারায় নোকিয়া৷ সেই পুরোনো মর্যাদা ফিরে পেতেই নতুন লোগোকে ঢেলে সাজিয়েছে নোকিয়া।
৫ আকৃতিতে সেজে উঠেছে নোকিয়ার লোগো। আগামী দিনে আরও ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। কোম্পানির অ্যাগ্রেসিভ গ্রোথ-এর দিকে ফোকাস করা হবে।