ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day) নয়। বরং বড়দিনের (Christmas) সময়েই সব থেকে বেশি একাকীত্ব অনুভব করেন সিঙ্গেলরা। এমনটাই দাবি করছে এক সমীক্ষা।
অ্যাপটি টিয়ার ১ এবং ২ শহরের দশ হাজার সার্ভে অংশগ্রহণকারীদের মধ্যে একটি সমীক্ষা চালায়। এই সমীক্ষা অনুযায়ী, বছরের এই সময় অর্থাৎ বড়দিন এবং নতুন বছর শুরু হওয়ার সময়ে (Christmas and New Year's eve) ডেটিং অ্যাপে ব্যবহারকারী লগ-ইনের সংখ্যা বেড়ে গিয়েছে। যা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে সিঙ্গেলরা এই সময় দিন কাটানোর জন্য এই অ্যাপে মনের মানুষ খুঁজতে শুরু করেন।
আরও পড়ুন- ক্রিসমাস ইভে সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর, যান নিয়ন্ত্রণে তৎপর ট্রাফিক পুলিশ
সমীক্ষায় দেখা গিয়েছে ২৫ শতাংশ পুরুষ যাদের নতুন ম্যাচ হয়েছে। তাঁরা বড়দিন বা নববর্ষের প্রাক্কালে দেখা করার পরিকল্পনা করেন। ২৫-৩০ বছরের মধ্যে অবিবাহিত মহিলাদের মধ্যে ৩৬ শতাংশ জানিয়েছেন, ঠান্ডা আবহাওয়া এবং বছরের শেষের দিক ডেটিংয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে, ৩০ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে নতুন বছর তাঁদের সম্পর্কের মান উন্নত করতে পারে।