দিনের বেশ খানিকটা সময় আপনার কাটে ইনস্টাগ্রামে। ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা এই সোশ্যাল মিডিয়ায় এবার এল নয়া ফিচার। যে কোনও ছবি পোস্টের তলায় আপনি ব্যাবহার করতে পারবেন জিআইএফ।
ফিচার ব্যবহার করার জন্য আপনাকে কমেন্ট সেকশনে গিয়ে GIF অপশনে ক্লিক করতে হবে। তারপর বেছে নিতে হবে মনমতো GIF। যেমন ফেসবুকে করে থাকন। সারা বিশ্বের সমস্ত ইউজারের জন্য ফিচারটা এখনও চালু হয়েছে, তবে ভারতে এসে গিয়েছে ইতিমধ্যে। ফিচারটি না খুঁজে পেলে অ্যাপটি একবার আপডেট করুন।