রবিবার বাবা হয়েছেন পাকিস্তানের চিকিৎসক হাজি জান মুহাম্মদ খান। বেশ ভাল কথা, কিন্তু এ খবরে এমন আশ্চর্য কিছুই নেই, তবে হাজি জান এখন শিরোনামে, কারণ এই নিয়ে ষাট সন্তানের বাবা হলেন তিনি। সন্তানদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, সর্ব সাকুল্যে এখন আছে ৫৫ জন সন্তান।
পাকিস্তানের কোয়েটা শহরের ইস্টার্ন বাইপাস এলাকায় থাকেন ৫০ বছরের হাজি জান। ইতিমধ্যে তিনটি বিয়ে করেছেন, চতুর্থ বিয়ে করবেন বলে মনস্থির করেছেন, পাত্রী খোঁজা চলছে। নিজের বন্ধুদের কাছেও 'পাত্রী' খোঁজার অনুরোধ জানিয়েছেন তিনি!
Monami Ghosh: চঞ্চল চৌধুরীর পর মনামী ঘোষ, মৃণাল সেনের বায়োপিকে একের পর এক চমক সৃজিতের
ষাট সন্তানের নাম মনে রাখতে সমস্যা হয়না, জানতে চাওয়া হয়েছিল হাজি জানের কাছে, প্রশ্ন শুনে হেসেই উড়িয়ে দিয়েছেন সে সম্ভাবনা। ষাট সন্তানের বাবা হয়েও আবারও পিতৃত্বের স্বাদ পেতে চান হাজি জান। হাজি মহম্মদ সাহেব বলেন, একাধিক কন্যাসন্তানের 'বিয়ের বয়স' হয়ে গেলেও, তিনি চান, তাঁরা আরও পড়াশোনা করুক