পিছনে দিগন্তবিস্তৃত নিল পর্বতশ্রেণী। তার সামনে সবুজ গালিচার মতো প্রান্তর। এমনই মনোরম প্রাকৃতিক পরিবেশে বসে রয়েছেন একজন শিল্পী। সাদা পোশাক পরিহিত পাকিস্তানের বাসিন্দা সেই শিল্পীর মায়াবি আঙুলে বেজে উঠছে বাদ্যযন্ত্র রবাব। তাতে বাজছে ভারতের জাতীয়সঙ্গীত। প্রতিবেশী ভারতের সাধারণ মনুষের প্রতি এভাবেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন শিল্পী। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। উচ্ছসিত প্রশংসা করছে নেটিজেনরা। কটাক্ষ, বিরূপ মন্তব্য যে একেবারেই নেই তা নয়, তবে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের সুনামির সামনে সে সব নেহাতই খড়কুটো।
শিল্পীর নাম সিয়াল খান (Siyal Khan)। তিনি একজন তরুণ রবাব বাদক (Rabab player)। পাকিস্থানের খাইবার পাখতুনখোয়ায় তাঁর বাস। সিয়াল রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। পড়াশোনার পাশাপাশি সঙ্গীতচর্চা করেন তিনি।
তাঁর আঙ্গুলের জাদুতে বেজে উঠেছে পড়শি দেশের জাতীয়সঙ্গীত 'জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা..'।
Independence day in bollywood: মন্নত-এ তেরঙ্গা! শাহরুখ ছাড়াও উদযাপনে শামিল সলমন-আমির-অমিতাভরা
১৪ এবং ১৫ অগাস্ট ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা দিবস। সাড়ে ৭ দশক আগেও এই ভূখণ্ডে কাঁটাতার ছিল না। এখন অবশ্য তা তিন টুকরো। সেই সঙ্গে বিবিধ রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক টানাপোড়েন। কিন্তু রবারের সুরে ভেসে আসা শুভেচ্ছা যেন সব জটিলতাকে কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে দিল।