ব্যাঙ্কের পর এবার পোস্ট অফিসেও জমা দিতে হবে প্যান, আধার। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানাল কেন্দ্র। এরফলে, পোস্ট অফিসের সমস্ত স্বল্প সঞ্চয়ে টাকা রাখতে হলে গ্রাহকদের প্যান, আধার জমা দিতে হবে। যাঁদের এখনও আধার কার্ড নেই, তাঁদের আধার কার্ডের নথিভুক্তকরণ নম্বর জমা দিতে হবে। এবং অ্যাকাউন্ট খোলার ছয় মাসের মধ্যে ওই গ্রাহককে প্যান-আধারের সংযুক্তিকরণ করতে হবে। যদি কোনও কারণে কেউ যদি এই কার্ড জমা দিতে না পারেন, তাঁকে দু মাস সময় দেওয়া হবে।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দু মাসই সর্বোচ্চ সময় পাবেন কোনও গ্রাহক। এরমধ্যেই তাঁকে প্যান-আধার কার্ড জমা দিতে হবে। কোনও গ্রাহক যদি এই সময়ের মধ্যে কার্ড জমা দিতে না পারেন, সেক্ষেত্রে তাঁর অ্যাকাউন্ট অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ করা হবে। আবার কার্ড জমা দিলে তা খুলে দেওয়া হবে।
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয়ে টাকা জমা রাখার ক্ষেত্রে এতদিন ইলেকট্রিক বিল অথবা পুরসভার ট্যাক্সের নথি জমা করতে হত। এ বার থেকে প্যান এবং আধার বাধ্যতামূলক হয়ে গেল।