তাঁদের ফেসবুক প্রোফাইল থেকে বহু ছবি ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট হচ্ছে বহু বছর আগে আপলোড করা অনেক ছবিও। এমনই অভিযোগে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে। বিশ্বজুড়ে অগণিত ফেসবুক ইউজার এই অভিযোগ করলেও কেন এমনটা ঘটছে, তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি সংস্থার পক্ষ থেকে।
তবে এই অভিযোগেরও দুটি পক্ষ রয়েছে। এক পক্ষ জানাচ্ছে, ডিলিট হয়ে যাওয়া ছবিগুলি তাঁদের অ্যালবামে ছিল না। অথবা, ওই ছবিগুলি আপলোড করা হয়েছিল মোবাইল থেকে।
অপর একটি পক্ষ জানাচ্ছে, যে সব ছবিতে তাঁদের ট্যাগ করা হয়েছিল, সেই ছবিগুলি ডিলিট হয়ে যাচ্ছে।
এই অভিযোগ সরকারিভাবে স্বীকার করা হয়নি ফেসবুকের পক্ষ থেকে। তবে, ছবি ডিলিট হয়ে গেলে তা যত দ্রুত সম্ভব পুনরায় ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে এই সংস্থা।
তবে, ফেসবুক থেকে ডিলিট হয়ে গেলেও নিজেদের ছবি যাতে হারিয়ে না যায়, তার জন্য এই সোশ্যাল মিডিয়া থেকে ইউজারদের নিজেদের ছবি ডাউনলোড করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সেটিংসে গিয়ে ফেসবুক অ্যাপে গিয়ে 'ডাউনলোড আ কপি অব ইওর ফেসবুক ডেটা' অপশনে ক্লিক করে এই ডাউনলোড করে রাখা যাবে।