তাড়াহুড়োতে মালপত্র নেওয়ার জায়গায় ভুলে ফেলে এসেছিলেন পার্সটি। খেয়াল পড়ল বিমানে উঠে। কিন্তু যতক্ষণে খেয়াল পড়েছে, ততক্ষণে বিমানের দরজা বন্ধই শুধু নয়, বিমানটি চলতেও আরম্ভ করেছে ট্যাক্সিওয়ে ছেড়ে! তড়িঘড়ি সেই কথা বিমানচালককে (Pilot) জানালেন সংশ্লিষ্ট মহিলা যাত্রীটি। প্রায় সঙ্গে সঙ্গেই পাইলট ফিরিয়ে দিলেন তাঁর পার্স!
পুরো বিষয়টি কী ভাবে হল, তার একটি ভিডিয়ো (Viral video) ছড়িয়েছে নেট (Social media) মাধ্যমে। যাত্রীর ভুলে যাওয়া পার্স ফেরাতে বিমান চালক (Pilot) এবং বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ (Ground staff) ঠিক কী করেছিলেন তা ধরা পড়েছে সেই ভিডিয়োয়।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ি ও নবান্নের নিরাপত্তায় থাকা পুলিশের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
ভিডিয়োয় দেখা যাচ্ছে বিমানের কাঁচের জানলা নামিয়ে পার্সটি ছুড়ে দিতে বলছেন বিমানচালক (Pilot)। বিমানবন্দরের মালপত্র বিভাগের কর্মীটি বিমানের দূরত্ব আন্দাজ করে ওই ছোট্ট জানলা লক্ষ করে নিখুঁতভাবে ছুড়েও দিচ্ছেন পার্সটি। যা দক্ষতার সঙ্গে লুফে নিচ্ছেন পাইলট।
ওই পার্সটি চালকের হাতে নিখুঁতভাবে ছুড়ে দেওয়ার পর উল্লাসপ্রকাশ করতে দেখা যায় মালপত্র বিভাগের ওই কর্মীকে। নেটিজেনদের সবথেকে ভাল লেগেছে ভিডিয়োর (Viral video) ওই অংশটিই। যদিও, অত নিখুঁতভাবে কীভাবে ওইটুকু জানলার মধ্যে দিয়ে পার্সটি পৌঁছে দেওয়া গেল, তার কূলকিনারা পাচ্ছেন না অনেকেই!