রবিবার ছুটির দিন সকাল ৯ টা নাগাদ ধীরে ধীরে ভিড় জমতে শুরু করেছে বিহারের পটনা স্টেশনে। কিন্তু ১০ নম্বর প্ল্যাটফর্মের টিভির দিকে তাকিয়ে রীতিমতো হতবাক যাত্রীরা। হঠাৎই স্টেশনে টিভির পর্দায় চলে ওঠে পর্ন ভিডিয়ো। সেই সময় প্ল্যাটফর্মে উপস্থিত অসংখ্য কিশোরী, বাচ্চা থেকে মহিলারা। ছিলেন বৃদ্ধ, কমবয়সী যুবকরাও। হঠাৎই এই দৃশ্য দেখে অস্বস্তিতে পড়ে যান সকলে।
World's greatest destination 2023 : বিশ্বের সেরা দর্শনীয় স্থানের মধ্যে দু'টোই ভারতের, কোথায় জানেন ?
দ্রুত যাত্রীদের তরফে রেল পুলিশে অভিযোগ জানানো হয়। কিন্তু অভিযোগ পেয়েও সেই মুহূর্তে সেই ভিডিয়ো বন্ধ করা সম্ভব হয়নি জিআরপির। পটনার ১০ নম্বর প্ল্যাটফর্মে এই পর্ন ভিডিয়ো প্রায় তিন মিনিট চলেছিল। সংবাদ সংস্থা সূত্রে খবর, রেলের তরফে ওই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সংস্থাটিকে কালো তালিকাভুক্তও করা হয়েছে।