প্রিওয়েডিং ফটোশুট ছাড়া বিয়েই হয়না আজকাল। সে সবে আবার অভিনবত্বের মাত্রা নিয়ে থাকে প্রতিযোগিতা। সম্প্রতি ভাইরাল হল তেমনই অভিনব কিছু প্রিওয়েডিং ফটোশুটের ছবি। জল-কাদা-আবর্জনার মাঝে ফটোশুট করলেন হবু দম্পতি।
খালের মধ্যে বুকজলে ডুবে ছবি তুলেছেন তরুণ-তরুণী। তাঁদের চারপাশে ভিড় করে আছে খালে জমা আবর্জনা। খালের জল দেখাই যায় না, আবর্জানায় ভরে গিয়েছে গোটাটাই। দু'পাশের পার শুধু বলে দিচ্ছে, ওটা খাল। সব ছবিতেই কম বেশি আবর্জনার স্তুপ। ছবিগুলি কোথাকার, তা বোঝার উপায় নেই, ভারতও হতে পারে, আবার দক্ষিণ এশিয়ার অন্য কোনও দেশও।
অনেকেই বলছেন ভবিষ্যৎ প্রজন্মকে দূষণ নিয়ে সতর্ক করতেই এমন ফটোশুট করেছেন কাপল। পার্থ দাস নামের এক ফেসবুক ইউজারের প্রোফাইল থেকে ভাইরাল হয়েছে সে সব ছবি।