এ যেন পুরো সিনেমার দৃশ্য! বাস্তবে এমন 'নায়কোচিত ভঙ্গি' দেখার অভিজ্ঞতাও হয় না সচরাচর। ভাইরাল ভিডিয়োতে (Kerala vidral video) দেখা যাচ্ছে, 'রাজাপ্রভা' লেখা বাসের চালকের সঙ্গে তর্কাতর্কি করে কেরালার পিটিএম হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল (PTM higher secondary school) ওই প্রাইভেট বাসটির সামনে দু'হাত টানটান করে দাঁড়িয়ে পড়লেন। উদ্দেশ্য স্পষ্ট, তিনি কিছুতেই বাসটিকে এগোতে দেবেন না!
কিন্তু, কেন এমন করলেন তিনি? এই প্রশ্নের উত্তরে উঠে আসছে মানবিকতার চরম নিদর্শন। জানা গিয়েছে, বাসের ভাড়া (Kerala viral video) দিতে না পারায় পড়ুয়াদের বাসে তুলতে প্রায়শই অস্বীকার করে প্রাইভেট বাসগুলির চালক। ওই অঞ্চলটিতে যান চলাচল এমনিতেই কম। যার ফলে, স্কুলে যাতায়াতে করতে প্রবল সমস্যায় পড়ে পড়ুয়ারা। দিনের পর দিন এই নিয়ে নানা অভিযোগ শোনার পরে প্রিন্সিপাল (Principal stood infront of a private bus) সিদ্ধান্ত নেন অর্থের অভাবে একজন পড়ুয়াও যাতে বাসে করে বাড়ি ফেরা থেকে বঞ্চিত হতে না পারে, তার ব্যবস্থা করবেন তিনি।
আরও পড়ুন: মাত্র ১৯ বছর বয়স, দেশের কনিষ্ঠতম ধনকুবের হলেন 'জেপ্টো'র প্রতিষ্ঠাতা কৈবল্য বোহরা
প্রাথমিকভাবে বাসচালকের সঙ্গে বচসার পর চালককে রাজি করাতে না পারায় তাই বাসের সামনেই বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি। মনে করিয়ে দেন তিয়েনআনমেন স্কোয়ারের সেই বিখ্যাত 'ট্যাঙ্কম্যান'-এর কথাও।