নির্বাচনী প্রচারে কর্ণাটক গিয়েছিলেন, রাজধানীতে ফিরেই দারুণ মেজাজে রাহুল গান্ধী। পুরনো দিল্লির অলিতে গলিতে চেখে দেখলেন রাস্তার হরেক খাবার।
মঙ্গলবার সন্ধেয় দিল্লির মতিয়া মহল মার্কেটে দেখা গেল রাহুলকে, ঢুকে পড়লেন ১৯৪৭ সালের আল-জওহরে, চেখে দেখলেন সেখানকার নবাবী পদ। স্বাধীনতার বছর ওই ওই রেস্তোরাঁ উদ্বোধন করেছিলেন স্বয়ং নেহরু নিজে।
Karnataka Election Candidate : এক টাকার কয়েন দিয়েই ১০ হাজারের বন্ড জমা নির্দল প্রার্থীর
সন্ধে গড়ালে রাহুলকে পাওয়া গেলবেঙ্গলি মার্কেটে। বাঙ্গালির প্রিয় ফুচকা খেলেন রাস্তায় দাঁড়িয়ে। স্বাদ নিলেন দিল্লির বিখ্যাত মহব্বতে সরবতের। সে সব মুহূর্তের ছবি-ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আমূল এবং নন্দিনীকে ঘিরে চলতে থাকা রাজনৈতিক বিতর্কের আবহে কর্ণাটকে গিয়ে নন্দিনীর আইস্ক্রিমের স্বাদও নিয়েছেন রাহুল।