দেশের ৭২টি শহরে শুরু হয়ে গিয়েছে জিও পরিষেবা। তার মধ্যে আছে কলকাতা ও শিলিগুড়িও। এবার গ্রাহকদের জন্য দারুণ প্ল্যান নিয়ে এল জিও নেটওয়ার্ক সার্ভিস। একটি Welcome Offer আনা হয়েছে। ৬১ টাকায় 5G আপগ্রেড প্ল্যান চালু করেছে জিও। যার মাধ্যমে ব্যবহারকারীরা ৬ জিবি হাইস্পিড ডেটা পাবেন। ডেটা শেষ হলেও ইন্টারনেট পাওয়া যাবে। স্পিড তখন ৬৫ কেবিপিএস হবে।
যে সব শহরে জিও পরিষেবা চালু হয়ে গিয়েছে, সেখানে 5G ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা পাবেন। তবে এই আপগ্রেড প্ল্যানটি ১১৯, ১৪৯, ১৭৯, ১৯৯ ও ২০৯ টাকার প্ল্যানের সঙ্গে প্রযোজ্য।