পোষ্যে হিসেবে বিড়াল অনেকেরই পছন্দ। কিন্তু বিড়ালের দৈর্ঘ্য সাধারণত ছোট হলেও সম্প্রতি নজর কেড়েছে একটি বেড়ালের উচ্চতা। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাশিয়ায় দেখা মিলেছে এইরকমই এক অতিকায় বিড়ালের।
রাশিয়ার বেলগোরোডের বাসিন্দা ইউলিনা মিনিনা। তাঁরই পোষ্যে ওই অতিকায় বিড়ালটি। কেফি আদতে ‘মেইনি কুন’ প্রজাতির বিড়াল। যার উচ্চতা চার বছরের বাচ্চার থেকেও বেশি। ইউলিনাই কেফি নামক ওই বিড়ালের ভিডিও শেয়ার করেছেন।
আরও পড়ুন - চাঁদের কক্ষে পৌঁছতে আর দুইদিন, তার আগে কঠিন পরীক্ষার মুখে চন্দ্রযান-৩
যেখানে দেখা যাচ্ছে, পোষ্যে ওই বিড়াল দু'পায়ে ভর দিয়ে খুলে ফেলছে দরজা। এমনকি লাফিয়ে লাফিয়ে বেড়াতেও দেখা গিয়েছে কেফিকে। যে ভিডিওতে মন মজেছে সকলের।