সচিন তেন্ডুলকর। এখনও সমান জনপ্রিয় তিনি। আবারও শোনা গেল সচিন সচিন... রব। না কোনও ক্রিকেট স্টেডিয়ামে নয়। এক্কেবারে আকাশপথে। সচিন (Sachin Tendulkar) বিমানে উঠেছিলেন। পছন্দের আইডলকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন বিমানের যাত্রীরা।
শুরু করে দেন সেই সেই পরিচিত সচিন সচিন... চিৎকার। যে চিৎকারই জানান দিল ক্রিকেট মাঠকে বিদায় দিলেও এখনও সচিন তেন্ডুলকর ফ্যানেদের ঠিক কতটা হৃদয় জুড়ে রয়েছেন। এই ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন খোদ মাস্টার ব্ল্যাস্টারও (Master Blaster)।
আরও পড়ুন- চট্টগ্রাম টেস্টে ভারতের জয়, ঘরের মাঠে ১৮৮ রানে হার শাকিবদের
নিজের টুইটারে ওই ভিডিয়ো শেয়ার করেছেন সচিন। ক্যাপশনে লিখেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। যারা বিমানে আমার নাম উচ্চারণ করছিলেন। আমি যখন ব্যাট করতে নামতাম, তখনকার সময়ের কথা মনে করিয়ে দিয়েছে এই চিৎকার। কিন্তু সিটবেল্ট চিহ্ন চালু থাকার কারণে তাঁরা আমাকে অভ্যর্থনা জানাতে সিট থেকে উঠে দাঁড়াতে পারেননি।