জাতে রোবট (Robot), অথচ ছুঁলে মনে হয় ঠিক যেন মানুষ, টোকিও বিশ্ববিদ্যালয়ের (Tokyo University) গবেষকদের আবিষ্কার সাড়া ফেলে দিয়েছে চারপাশে। নতুন ধরনের স্কিন টিস্যু বানিয়ে রোবটকে প্রায় মানুষের মতোই বানিয়ে ফেলছেন বিজ্ঞানীরা।
কোল্যাজেন এবং ফাইব্রোব্লাস্ট দ্রবণের সাহায্যে ওই মানুষের ত্বকের মতো জিনিসটি বানানো হয়েছে। আবার মানুষের ত্বকের বেশ কিছু ধর্মও কিন্তু রোবটের ত্বকেও রয়েছে, যেমন, জল শুষে নেয় না।
মানুষের ত্বকের একেবারে ওপরের স্তর অর্থাৎ এপিডার্ম দিয়েই বানানো হয়েছে রোবোটের ত্বক। দেড় মিলিমিটার পুরু। তবে মানুষের ত্বকের মতো এতে লোম গজায় না, নখ হয় না, ঘাম হয় না, তবে নড়া চড়া করলে যেহেতু ত্বকে তান লাগলে ভাঁজ পড়ে, কুচকে যায়, তাই বেশ মানুষ মানুষই লাগে বটে।